ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সৌদি আরবে ঈদ উদযাপন, শেষ হল হজের আনুষ্ঠানিকতা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হল।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির ও শেখরা।

এদিকে এরমধ্যদিয়ে শেষ হল হজের মূল আনুষ্ঠানিকতা। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করেন হাজীরা। 

স্থানীয় সময় শনিবার ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে মিনায় ফেরেন হাজীরা।

সেখানে শয়তানকে পাথর মেরে, পশু কোরবানির পর মাথা মুন্ডন করান তারা। এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরে হাজীরা আসেন মক্কায়।

সেখানে পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও জিয়ারত করে আবারও ফিরে যান মিনায়। কাল সেখানে শয়তানকে আবারও পাথর নিক্ষেপ শেষে মাগরিবের আগেই হাজীদের চলে আসতে হবে মিনা থেকে।

পরে কাবা শরীফে বিদায়ী তওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা। আগামী ১৪ জুলাই সৌদী আরব থেকে বাংলাদেশে আসার ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।

এসবি/