উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২১ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টির, আর ৩৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৮৫৫ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬৫৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৯৬টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।