ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শরিফুল-মিরাজ তোপে দিশাহারা উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার | আপডেট: ০১:০২ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ খেলছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৯ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ১১১।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস অনুষ্ঠিত হয়েছে প্রায় দুই ঘণ্টা পরে। তাই ম্যাচটি ৪১ ওভারে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেন আম্পায়াররা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল খান। ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালো হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাই হোপকে ফেরান তিনি। আউট হওয়ার পূর্বে কোনো রান তুলতে পারেননি হোপ। আরেক ওপেনার কাইল মেয়ার্সকে ১০ রানে ফেরান মেহেদি হাসান মিরাজ।

তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরার চেষ্টা চালান ব্রেন্ডন কিং ও শামারাহ ব্রকস। কিন্তু জুটিতে বেশি রান তুলতে পারেননি এই ব্যাটার। ইনিংসের ২১তম ওভারে পরপর দুই বলে এই দুই ব্যাটারকে ফেরান শরিফুল ইসলাম। ব্রকস ৩৭ ও কিং ৮ রান করেন।

জোড়ায় জোড়ায় উইকেট নিচ্ছেন শরীফুল। মাত্র ১৫ রান দিয়ে একে একে চারটি উইকেট তুলে নেন তিনি।  

রোমারিও শেফার্ড আকাশে তুলে ধরা পড়েছেন আফিফ হোসেনের হাতে মিডউইকেটে। এরপর কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন অভিষিক্ত গুড়াকেশ মোতি। 

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 
এসএ/