বুধবারই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
পালিয়ে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবারই পদত্যাগ করবেন। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, দু’দিন ধরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ি দখল করে থাকা বিক্ষোভকারীরা ঘোষণা দিয়ে রেখেছেন, সরকারের এ দুই শীর্ষ ব্যক্তির পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন না দেখে তারা জায়গা ছাড়বেন না।
শনিবার দিনভর সহিংস বিক্ষোভের পর হাজারো জনতা যখন প্রেসিডেন্টের বাড়ি দখল করে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিল, সেই রাতেই এক ভিডিও বার্তায় পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছিলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য’ ১৩ জুলাইন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোতাবায়া রাজাপাকসে।
কিন্তু প্রেসিডেন্টের পক্ষ থেকে পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য এখনও আসেনি। সে কারণে বিক্ষোভকারীদের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে।
এর মধ্যেই সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্তের কথা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি বুধবারই ইস্তফা দেবেন।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। কেবল তখনই তার ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। কিন্তু এখনও তা ঘটেনি।
এদিকে প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। তবে তিনিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি।
এসএ/