ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ০১:০২ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

কুড়িগ্রামের চিলমারীতে বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১ম শ্রেণির ছাত্র আব্দুর রহমানের (৭) মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের গুরাতি পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। 

মৃত আব্দুর রহমান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিউনের চেয়ারম্যান গোলাম আশেঁক আকা।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে যায় আব্দুর রহমান। বড় ভাই মাছ ধরা শেষ করে বাড়িতে ফিরতে তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।

এরপর পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুপুর এক'টার দিকে পানি থেকে আব্দুর রহমান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত আব্দুর রহমানের বাবা শফিকুল ইসলাম জানান, তার ছোট ছেলে মাত্র সাত বছর বয়স। সে রমনা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

আরএমএ