ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পদত্যাগপত্রে সই করে পালানোর চেষ্টা গোতাবায়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ইতিমধ্যে তার পদত্যাগপত্রে সই করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে বিমানে করে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু পালাতে পারেননি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীকে নিয়ে কলম্বো বিমান বন্দরে এসেছিলেন প্রেসিডেন্ট। তিনি আরব আমিরাতে চলে যেতে চেয়েছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পর বিমানবন্দরে আসেন গোতাবায়া। কিন্তু বিমানবন্দরের ভিআইপি লঞ্জের কাস্টমস কর্মকর্তারা সরে পড়েন। ফলে সারারাত বসে থেকেও বিদেশে যাওয়ার অনুমোদন পাননি তিনি।

এনডিটিভি আরও জানিয়েছে, বিমানবন্দরে চরম অপমানিত হওয়ার পর মঙ্গলবার নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি। 

শুধু তিনি নন, দেশ ছাড়ার চেষ্টা করেন শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজপক্ষেও। তবে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। 

এছাড়া রয়টার্স জানিয়েছে, অন্য যাত্রীরা বিক্ষোভ শুরু করায় বাসিলকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তবে বাসিল কোন দেশে যাওয়ার চেষ্টা করেছেন তা জানা যায়নি। গত এপ্রিলে বাসিল বিক্ষোভের মুখে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সই করা পদত্যাগপত্র বুধবার জমা দেওয়া কথা রয়েছে। জমা হলেই শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

জানা গেছে, প্রেসিডেন্ট পদত্যাগপত্রে সই করে এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/