ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঈদে সাড়ে পাঁচ লাখ কাঁচা চামড়া সংগ্রহ (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার

এবারের কোরবানি ঈদে দুই দিনে সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছে ট্যানারি মালিকেরা। গত বছরের তুলনায় এই সংগ্রহ প্রায় আড়াই লাখ বেশি। সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানান, কাল থেকে ঢাকা ও ঢাকার বাইরের আড়ত থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু হবে। এ মৌসুমে তারা ৯০ থেকে ৯৫ লাখ চামড়া সংগ্রহ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

চামড়া! বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। দেশের মোট চাহিদার ৬০ ভাগ চামড়া সংগ্রহ হয় কোরবানির ঈদে। 

সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশন জানায়, গেলো বছরের তুলনায় এবার কিছুটা হলেও দাম পেয়েছেন কাচা চামড়া বিক্রেতরা। সরাদেশেই বেশ কিছু ছাগলের চামড়া নষ্ট হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী সপ্তাহ থেকে ৯৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ শুরু হবে বলেও জানান অ্যাসোসিয়েশন সভাপতি।

সভাপতি বলেন, "লবণ বিহীন কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পিস। বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে কাঁচা চামড়া আমরা সংগ্রহ করব।"  

এ বছর চামড়ার দাম ঠিক ছিলো বলেই মনে করে ট্যানার্স অ্যাসোসিয়েশন।

সভাপতি বলেন, আমরা মনেকরি গতবারের চেয়ে এবারে মানদণ্ড রক্ষা করে চলবে। যারা ভালো করছেন ট্যানারিগুলোকে পরিবেশের ছাড়পত্র দিয়ে তাদের এলডব্লিউজি সনদ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া প্রয়োজন।

প্রশ্নের উত্তরে শাহী আহমেদ জানান, লেদার ওয়ার্কিং গ্র“পের সনদ না মেলায় দেশের ট্যানারিগুলো চামড়ার ভালো দাম  পাচ্ছেনা। 

এসবি/