কার্দাশিয়ানের মত হতে প্লাস্টিক সার্জারি, মুগ্ধতা কাটতেই ভোলবদল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
জেনিফার পাম্পলোনা। পেশায় এক জন মডেল। নাম-ডাকও আছে মোটামুটি। জেনিফারের জীবনের অন্যতম অনুপ্রেরণা কিম কার্দাশিয়ান। জীবনের প্রতিটি পদক্ষেপে জেনিফার কিমকেই অনুসরণ করতেন। চেয়েছিলেন কিমের মতো নিজেকে গড়ে তুলতে। সেই অদম্য ইচ্ছে থেকেই ভোলবদলের সিদ্ধান্ত।
৪০টি কসমেটিক অস্ত্রোপচারের মধ্যে দিয়েও যান। এতগুলি অস্ত্রোপচার করতে খরচ হয়েছে প্রায় ৬,০০,০০০ ডলার। যা প্রায় ৮০ লাখ টাকা। তবে এত কিছু পর ঘোর কাটল জেনিফারের। তখন অবশ্য অনেকটা সময় পেরিয়ে গিয়েছে।
জেনিফার বুঝতে পারলেন, তিনি যেটা করছেন সেটা নিছক কিম কার্দাশিয়ানের খোলস মাত্র। পুরোটাই কৃত্রিম। কোনও কিছুই সত্যি নয়। শুরু হল আগের রূপে ফেরার আয়োজন। নিজেকে ফিরে পেতে মূল্য চোকাতে হল অনেক ডলার। যা প্রায় কোটি টাকা।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল?
জেনিফার জানিয়েছেন, ব্যবসা, মডেলিং, কাজ এবং তার জীবনে অন্যান্য যাবতীয় সাফল্য এসেছে শুধুমাত্র কিমের মতো দেখতে বলে। তবে একটা সময় পর তার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল। কিমের খোলসের আড়ালে থাকা আসল মানুষটা বাইরে বেরিয়ে আসতে চাইছিল। তাই এই সিদ্ধান্ত।
সূত্র: আনন্দবাজার অনলাইন
এসবি/