ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সিঙ্গাপুর গেলেন গোতাবায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে।

বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের পথে রওনা হন বলে জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে। 

গোতাবায়ার সঙ্গে তার স্ত্রী আইওমা রাজাপাকসে ও দুইজন নিরাপত্তাকর্মী রয়েছেন। মালদ্বীপ সশস্ত্র বাহিনীর বিশেষ একটি দল তাদেরকে কড়া নিরাপত্তা দিয়ে বিমানে তুলে দেয়।

এর আগে মিরর জানিয়েছিল, গোতাবায়াকে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে নিয়ে যেতে একটি প্রাইভেট জেট মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে আগে অবতরণ করেছে।

তাদের বুধবার রাতেই সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ৪৩৭ বিমানে করে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কথা চিন্তা করে তিনি আর বিমানে ওঠেননি। পরে তিনি প্রাইভেট জেটে দেশটি ত্যাগের জন্য শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন।

স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার মানুষ দেশের এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করে আসছে।

প্রবল গণবিক্ষোভের মুখে বুধবার তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও মঙ্গলবার রাতে তিনি একটি সামরিক বিমানে করে পালিয়ে মালদ্বীপে চলে যান। সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টায় আছেন বলে বুধবারই খবর আসে।

এএইচএস