বাংলাদেশ কমার্স ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল কাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ড. মো. আব্দুল কাদের
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ড. মো. আব্দুল কাদের।
গত ৬ জুলাই তাকে এই পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকের এসইভিপি পদে কর্মরত ছিলেন।
ড. মো. আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
ড. মো. আব্দুল কাদের বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংক আয়োজিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে ও সেমিনারে অংশ নিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার অনেক প্রকাশনা রয়েছে।
তিনি লক্ষ্মীপুর জেলার খিলবাইছা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন সময় বিনিয়োগ ও মুনাফা অর্জনে সফলতার জন্য পুরস্কার পেয়েছেন।
এসিএস চালান সংগ্রহে ফোকাল পার্সন হিসেবে ২০২১ সালে দেশের সকল ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংক লিঃ প্রথম স্থান অর্জন করেছে।
ড. কাদের পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব), ব্যাংকার্স ফোরাম সহ বিভিন্ন পেশাজীবী ও ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি পেশাগত কাজে বহুদেশ ভ্রমণ করেছেন।
তিনি ব্যাংকার্স ফোরাম, বাংলাদেশ জনসংযোগ সমিতিসহ বিভিন্ন পেশাজীবী এবং ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
এনএস//