ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দুই দফা বন্যায় সুনামগঞ্জে ৪৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত (ভিডিও)

শতরূপা দত্ত

প্রকাশিত : ১১:২৯ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার | আপডেট: ১১:৩০ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

পর পর দুই দফা বন্যায় সুনামগঞ্জের ১২ উপজেলার দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ৪৫ হাজার ঘরবাড়ি। ভেসে গেছে গবাদি পশু, মাছের খামার, জমির ফসল। ক্ষতি পুষিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। 

পর পর দুই দফা বন্যা। কয়েক সপ্তাহ ধরে পানির নিচে ডুবে থাকে সুনামগঞ্জ। বন্যায় বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৪৫ হাজার বসতঘর। 

১২ উপজেলায় এলজিইডির ২  হাজার কিলোমিটার সড়ক, ১২০টি ব্রিজ-কালভার্ট ও সড়ক বিভাগের ৯০ কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। 

বন্যায় ভেসেছে গবাদি পশু। প্রাণী সম্পদ বিভাগের হিসাবে ৪২২টি গরু, ৩৭টি মহিষ, ৬৬৯টি ছাগল, ৫১৪টি ভেড়া, ৯৭ হাজার ৮৩১টি হাঁস, ২ লাখ ৮৮ হাজার ৫৫টি মুরগি মারা গেছে।

একজন ভুক্তভোগী বলেন, "এই পানিতে আমার সব মোরগ মারা গেছে।"

আরেকজন বলেন, "ঘরের বেড়া ভেঙে সব হাস ভেসে গেছে।" 

এদিকে বোরো, আউস, বাদাম ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 

সুনামগঞ্জের কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

আর জেলা প্রশাসক জানান "প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে ঘর মেরামতের জন্য, প্রয়োজনে টিন সরবরাহ করা হবে।"

ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ঘরবাড়ি মেরামত, ঋণের সুদ মওকুফসহ নতুন ঋণ পাওয়ার দাবী ক্ষতিগ্রস্তদের।  

এসবি/