ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বৃষ্টি নেই, পাট জাগ দিতে হিমশিম মেহেরপুরের চাষীরা (ভিডিও)

খুরশিদ আলম মুকুল

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার | আপডেট: ১১:৪৯ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে মেহেরপুরে চাষীরা। বৃষ্টি না হওয়ায় খাল-বিল, পুকুর-নদীতে পর্যাপ্ত পানি না থাকায় সেচের মাধ্যমে জাগ দিতে হচ্ছে পাট। এ অবস্থায় লোকসানের আশংকা কৃষকদের। 

চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় দেড় হাজার হেক্টর বেশি। 

চাষ বেশি হলেও, পানির অভাবে সমস্যা দেখা দিয়েছে পাট জাগ নিয়ে। অনেক এলাকায় শ্যালো মেশিন ও মোটরের সাহায্যে পানি দিয়ে জাগ দেয়া হচ্ছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের।

একজন কৃষক বলেন, "পানি নাই তাই আমাদের পট মরে যাচ্ছে।" 

আরেক কৃষক বলেন, "উপযুক্ত পানি নাথাকায় পাট জাগ দেওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে।"

রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেয়ার পরামর্শ কৃষি বিভাগের।  

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা বলেন, "আমরা যদি রিবন রেটিং পদ্ধতিটা ফলো করি তাহলে আমরা অল্প জাগায় অনেক বেশি পাট জাগ দেওয়া সম্ভব হবে।" 

জাগ দেয়ার প্রক্রিয়া বিঘ্নিত হওয়ায় মানসম্মত পাট পাওয়া এবং কাংখিত মূল্য নিয়ে শংকায় কৃষক। 

এসবি/