ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিট ঘর গ্রামে মাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন শিশুর পিতা মোঃ বশির উদ্দিন। 

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় সরাইল উপজেলার বিটঘর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারি মাসে সরাইল উপজেলা বিট ঘর গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ বশির উদ্দিনের সঙ্গে একই গ্রামের মোঃ নুরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। 

এরই প্রেক্ষিতে গেল ৪ মাস আগে শিউলি তার ছেলে মাহিদুল ইসলামকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। তাকে বাড়ি ফেরানোর জন্য বহু চেষ্টা করা হলেও সে স্বামীর বাড়িতে ফিরে আসেননি। 

পরে শুক্রবার সন্ধ্যায় বশির খবর পান তার ছেলে মাহিদুল পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন তিনি। 

তবে শিউলি আক্তারের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী বশির উদ্দিন শিউলীকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল। বশির বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা অভিযোগ তুলছে। 

শিশু মাহিদুল সবার অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায় বলে দাবি তাদের। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তার পিতার পক্ষ থেকে এটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে। তাই একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।

আরএমএ/এএইচ