ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

তাইজুল-ফিজ তাণ্ডবে তটস্থ উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

সতীর্থদের সঙ্গে তাইজুলের উদযাপন

সতীর্থদের সঙ্গে তাইজুলের উদযাপন

এবারের উইন্ডিজ সফরটা সাইড বেঞ্চে বসেই কাটাচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাওয়া এবং গায়ানার উইকেট স্পিন নির্ভর হওয়ায় দুই বছর পর রঙিন জার্সিতে ফেরা হলো মাত্র ৯ ম্যাচ খেলা তাইজুলের।

আর বল হাতে নিয়ে এই ফেরাটাকেও রঙিন করে তুললেন বাঁহাতি এই স্পিনার, প্রথম ওভারেই পেলেন উইকেটের দেখা। ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে এসে ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। কিংয়ের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ (৯) রান।

এখানেই শেষ নয়, নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেও শিকার করেন আরেক ওপেনার শাই হোপকে। নুরুল হাসান সোহানের দক্ষতায় স্ট্যাম্পিং হয়ে ফেরা হোপ ১৫ বলে খেলে করতে পারেন মাত্র ২ রান। যার ফলে মাত্র ১৫ রানেই দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ।

প্রথম দুই ম্যাচের একাদশে থাকা পেসার শরিফুল ইসলামের পরিবর্তে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই নিজের কারিশমা দেখান তাইজুল ইসলাম।

এদিকে, তাইজুলের পর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন মুস্তাফিজও। তার কাটারে পরাস্ত হয়ে লেগ বিফোরে কাটা পড়েন ৮ বলে ৪ রান করা শামারাহ ব্রুকস। ফলে ১৬ রানেই তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেটে ২৩ রান তুলেছে উইন্ডিজ। কাইল মায়ার্সের বদলে সুযোগ পাওয়া কেসি কার্টি ৩ রানে এবং অধিনায়ক নিকোলাস পুরাণ ৪ রানে ক্রিজে আছেন।

এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উভয় দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে এদিন। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
শাই হোপ (উইকেট-রক্ষক), কেসি কার্টি, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হুসেইন।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসাইন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এনএস//