ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নোয়াখালীতে বিক্রিকালে ১৪টি পাখি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ এ স্লোগানে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার লক্ষ্যে নোয়াখালীতে অভিযান চালিয়েছে উপকূলীয় বন বিভাগ। এসময় বিক্রির জন্য আটকে রাখা অবস্থায় ১৪টি পাখি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে ২টি ঘুঘু, ৪টি মুনিয়া, ৫টি শালিক ও ৩টি টিয়া পাখি।

রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরী।

সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার নির্দেশে বন্য প্রাণী সংরক্ষণে জেলা শহরে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাখি বিক্রির সময় মো. ছালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৪টি পাখি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পাখি বিক্রেতা ছালাম মাদারীপুর সদর উপজেলার গাছবেয়ারী এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে পাশ্ববর্তী ফেনী জেলা থেকে পাখিগুলো ক্রয় করে সে ভ্রাম্যমাণ ভাবে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করে। আগামীতে এমন কাজ করবেনা মর্মে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছালামকে ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর তফশিল-১ এর অন্তর্ভুক্ত রক্ষিত বন্যপ্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

এসি