ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ১৮ জুলাই ২০২২ সোমবার | আপডেট: ০৯:৪০ এএম, ১৮ জুলাই ২০২২ সোমবার

দক্ষিণ আফ্রিকার দুটি প্রদেশে পৃথক বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অনেকে। শনিবার (১৬ জুলাই) রাতে হামলার ঘটনার পর সন্দেহভাজনদের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ। 

শনিবার জোহানেসবার্গের দক্ষিণ শহরতলির থেম্বেলিহলে একটি বসতিতে আচমকা হামলায় চারজন গুলিবিদ্ধ ও আরও দুইজন আহত হয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা যায় যে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার এক কোণে পাশা খেলছিল, এসময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে আফ্রিকান পুলিশ আরও জানায়, শনিবার রাতের এই হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুলিতে আহত হওয়ার পর নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আরও ২ জনকে।

আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা এ ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, থেম্বেলিহেলে একটি পৃথক ঘটনায় ৩৬ বছর বয়সী আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর ওই ব্যক্তির একটি মোবাইল ফোন ও একটি সাইকেল ছিনতাই হয়ে যায় বলে জানা গেছে। তবে এ হামলার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশে, খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
কর্নেল আন্দ্রে ট্রাউট বলেন, “চতুর্থ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা।”

দক্ষিণ আফ্রিকায় ৬ কোটি জনসংখ্যার মধ্যে প্রতি বছর প্রায় ২০ হাজার লোক হত্যাকাণ্ডের শিকার হন। বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের হার এই দেশটিতে। কিন্তু তা কমবার কোনও লক্ষণ তো নেই বরং সহিংসতায় মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সূত্র- আলজাজিরা

আরএমএ//এনএস//