ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

৯৩ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৮ জুলাই ২০২২ সোমবার

ডেঙ্গু আক্রান্তদের ৯৩ শতাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। কারণ ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু মশার উৎপত্তি বেশি বলে জানিয়েছেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সারা দেশে ১৪শ’ রোগীর মধ্যে ঢাকার রোগী ১৩শ’র মতো, যা শতাংশের হিসাবে ৯৩ শতাংশ। 

সোমবার (১৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ডেঙ্গু নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগী কোথা থেকে আসছে, তা আমরা জরিপ করছি। কোন জায়গা থেকে কত রোগী আসছে, তা দেখা হচ্ছে। আমরা দেখেছি, ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এখানেই মশা বেশি জন্মাচ্ছে। সারা দেশে ১৪শ’ রোগীর মধ্যে ঢাকার রোগী ১৩শ’র মতো (৯৩ শতাংশ)।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। তবে একটি মৃত্যুও আমাদের কাম্য না।’ এ সময় সবাইকে বাড়িঘর পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তিনি।

এসবি/