ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮: যাত্রী কল্যাণ সমিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার | আপডেট: ১২:৫১ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ঈদুল আজহায় সারা দেশে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭৭৪ জন।

এ তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহার আগে ও পরে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে বলেন, “সড়ক, রেল ও নৌ-পথে মোট দুর্ঘটনা ঘটেছে ৩৫৪টি। মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের এবং আহত হয়েছেন ৭৯১ জন।”

তিনি জানান, ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের ৩৫ দশমিক ৪২ শতাংশ।
এসএ/