পাঁচ দফা দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
কুবি প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ দফা দাবি পূরণের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, খাবারের মান উন্নয়নে ভর্তুকি প্রদান, হলের বর্ধিত অংশে সাত দিনের মধ্যে ইন্টারনেট সংযোগ প্রদান, স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং পুরাতন অংশে উচ্চমানের রাউটার ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব বলেন, “যতদ্রুত সম্ভব বঙ্গবন্ধু হলের বর্ধিত অংশে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা, খাবারের ভর্তুকি প্রদান, হলের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে। পাঁচ দাবি না নামলে আমরা পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে নামবো।”
একই প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, “মানববন্ধনের ব্যাপারে কিছু জানি না, তবে তাদের পাঁচ দফা দাবিগুলো এরপূর্বেও প্রশাসনের কাছে তুলে ধরেছিলাম। প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে আমার কিছু করার নেই।”
আরএমএ/এএইচ