পলাতক ২০ রোহিঙ্গার মধ্যে ফের ৫ জন আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল এলাকায় স্থানীয়দের হাতে আটক হয় ২০ রোহিঙ্গা। পরে ইউপি সদস্যের জিম্মায় থাকা অবস্থায় পালিয়ে যায় তারা। এদের মধ্য থেকে ফের ৫ জনকে আটক করেছে পুলিশ।
তবে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত পলাতক অপর ১৫ রোহিঙ্গাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পালানো রোহিঙ্গাদের মধ্যে ৫ জনকে সোমবার রাতে পুনরায় চরএলাহী থেকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে অসুস্থ হওয়ায় এক নারী ও শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অপর ৩ জনকে ভাসানচরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টার দিকে গাংচিল কিল্লার বাজার থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় লোকজন। পরে সোমবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় ইউপি সদস্য আবদুল হকের জিম্মায় থাকা অবস্থায় পালিয়ে যায় ২০ রোহিঙ্গা।
এএইচ