ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভারতীয় ১৬ জেলেসহ মাছ ধরার ট্রলার আটক

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলের ফেয়ারওয়ে বয়া  থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে  'এফ বি মা ত্রিপুরা' মাছ ধরা ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।

বাংলাদেশের নৌ জাহাজ গোমতী-র অধিনায়ক কমান্ডার মো আরিফ হোসেন গণমাধ্যমে আটক হওয়ার খবরটি নিশ্চিত করেন। 
 
বুধবার (২০ জুলাই) বিকেলে তাদেরকে পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে  হস্তান্তর করেছে নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছে নৌ-বাহিনী।

আটক জেলেরা হচ্ছেন- ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২),স্বপন দাস (৪৮),  জগবন্ধু দাস(৬২), আপন দাস(৬০), হৃদয় দাস (২৭), দিপক দাস (৩০),  সুনিল দাস (৪৭),  জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫)। এদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফুলতলী থানার সানকি জাহান এলাকায়। বাকি রনজিৎ দে’র (২৪) দেবীপুরের গুরগুরিয়ায় একবং গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাসের (৫০), বাড়ি নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর এলাকায়।

আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পায়রা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মো. মমিন হোসেন।

এমএম/