ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা দিন দ্য ডে একটি আন্তর্জাতিক মানের সিনেমা বলে শুরু থেকেই দাবি করে আসছেন সিনেমাটির নায়ক ও প্রযোজক অনন্ত। কিন্তু সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক সমালোচনায় পড়েছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।

এমনকি সিনিয়র শিল্পীরাও অনন্ত-বর্ষাকে ছেড়ে কথা বলছেন না। বারবার সমালোচিত হওয়া নিয়ে মুখ খুলছেন অনন্ত জলিল।

গণমাধ্যমে অনন্ত জলিল দাবি করেছেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্যরা তাদের সমালোচনা করছেন।

অনন্ত জলিল বলেন, ‘‘সিনেমা হলে ‘দিন দ্য ডে’ দেখতে দর্শকদের জোয়ার বইছে। সবাই দেখছে আমাদের জনপ্রিয়তাও। এসব অনেকেই নিতে পারছেন না। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনা করছে। কয়েকজন সিনিয়র শিল্পীদেরও দেখলাম সমালোচনা করতে। এসব কাম্য নয়। আমরা আপনাদের কখনো ছোট করিনি।’’

এ সিনেমার মতো ‘আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাংলাদেশে আগে নির্মিত হয়নি’ বলেও মন্তব্য করেন অনন্ত। অনন্তের এমন কথায় সরাসরি কাউন্টার দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। 

অনন্তকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‘আপনার ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আপনি বলেছেন এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না! কিছু বলার আগে একটু ভেবে নেবেন। আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’’

শুধু অঞ্জনয় নয়, অনন্ত জলিল ও বর্ষার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অনেকেই মুখ খুলছেন।

যারা সমালোচনা করছেন তাদেরও হলে গিয়ে ‘দিন দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানিয়ে অনন্ত বলেন, ‘‘সিনেমাটি দেখার পর সমালোচনা করুন। হলে গিয়ে দেখুন কতটা ভালো করার চেষ্টা ছিলো সিনেমাটিতে। আর আমরা কতটা ভালো করেছি। বাংলাদেশের সিনেমা কোথায় নিয়ে গেছি আমরা!’’

‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের শিল্পীরা।

এমএম/