ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সৈকতের জিওটিউব কেড়ে নিল কিশোর পর্যটকের প্রাণ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙ্গন ঠেকাতে ব্যবহৃত জিও টিউবের মাঝখানে থাকা পানির গর্তে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে বড় বোনসহ নিকট আত্মীয়রা ছিলেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানায়, ঢাকার বংশাল থেকে বড় বোন এবং মামা-খালাসহ ২৩ সদস্যের এক বহরের সঙ্গে শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে আসেন দশম শ্রেণির ছাত্র কিশোর পর্যটক নাহিয়ান মাহাদি নাফি। দুপুরের দিকে সৈকতে এসে পানিতে নামেন তিনি। সাঁতার না জানা ওই কিশোর পর্যটক সমুদ্রের ভাঙন ঠেকাতে ব্যবহৃত দু’টি জিও টিউবের মাঝখানের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা করলেও সমুদ্রের ঢেউয়ে তা কিছুটা ব্যহত হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন কিশোর নাফি। 

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. সৈয়দ আশিকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

মৃত নাহিয়ান মাহাদি নাফি’র বড় বোন নামিরা জাহান ঐশি জানান, কুয়াকাটা সৈকতে ব্যবহৃত জিও টিউবের গর্তে পড়ে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে ওই কিশোর সাঁতার জানেন না বলেও জানিয়েছেন তিনি। 

মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের পর্যটক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস//