ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ছড়িয়ে পড়েছে তেল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৩ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ১১:৩৭ এএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার হালসা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ জংশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেন লুপ লাইনে যাওয়ার সময় ব্রেক ফেল করে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে। অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পোড়াদহ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, “সকালে হালসা রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধার কাজ চলছে।”
এসএ/