নেত্রকোনায় আদিবাসী নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থান থেকে আদিবাসী নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ইন্দ্রপুরের জমে থাকা পানির গর্ত ও ছনগড়া খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হচ্ছেন উপজেলার ছনগড়া এলাকার জ্ঞানেন্দ হাজংয়ের স্ত্রী সুচিলা হাজং (৫৫) এবং একই উপজেলার ইন্দ্রপুর এলাকার আজিজুর রহমানের ছেলে মালেক মিয়া (২৭)।
পুলিশ জানায়, সুচিলা হাজং গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলনা। শনিবার সকালে উপজেলার ছনগড়া খালে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহে উদ্ধার করে।
এদিকে শুক্রবার দুপুরে মালেক মিয়া গরু আনতে গিয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে ইন্দ্রপুরে জমে থাকা পানির গর্তে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিরিরুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত দুইজনের কেউ সাঁতার না জানার কারণে তাদের মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ