ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দশ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ চত্বরে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সভায় বক্তারা বলেন, মানব জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বৃক্ষ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অতুলনীয়। তবে বর্তমান আধুনিক সভ্যতার প্রভাবের ফলে সর্বত্রই বৃক্ষ নিধন চলছে। যা গোটা বিশ্বের জন্যই উদ্বেগজনক। তাই বর্তমান সরকার বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরপুর করতে বৃক্ষরোপণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। একটি গাছ কাটা হলে সেখানে অন্তত ৫টি গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। 

এসময় অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ফলজ ও বনজ বৃক্ষের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সহকারি বন সংরক্ষক ফাহিম মাসউদ।

প্রসঙ্গত, জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত মেলা চলবে।
 
আরএমএ/এমএম