ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

আফগানিস্তানের নতুন কোচ জোনাথন ট্রট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

জোনাথন ট্রট

জোনাথন ট্রট

রশিদ খান-মোহাম্মদ নবিদের জন্য নতুন কোচ নিয়োগ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গ্রাহাম থর্পের স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রট।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলা ট্রটকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করে এসিবি।

৪১ বছর বয়সী ট্রট খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০১৮ সালে। ক্যারিয়ার শেষ করেই যুক্ত হন কোচিংয়ের সঙ্গে। ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে তিনি ছিলেন স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শক। এর আগে ইংল্যান্ড জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলেরও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন ট্রট।

আফগান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ট্রট জানান, ‘জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারা অনেক বড় ব্যাপার। আমি আফগানিস্তান দলের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। দলটিতে অনেক বিশ্বসেরা ক্রিকেটার আছে।’

ট্রটের আফগান অধ্যায় শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে। কেননা, এই সময়ে আয়ারল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

এনএস//