‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন উপসচিব কাজি আবদুর রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও তিনটি সরকারি দপ্তরকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২” পেলেন নেত্রকোণা জেলার সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমান।
করোনা মহামারী পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা “সারাদেশে এক ইঞ্চি ভূমিও পতিত থাকবে না” বাস্তবায়ন করে তৎকালীন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এর উদ্যোগে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার প্রায় ২,৫০০ একর অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসা হয় শুধুমাত্র মিষ্টিকুমড়া চাষই হয় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে বাদাম, সরিষা, ভুট্টা, টমেটো, মরিচসহ অন্যান্য রবিশস্য চাষে খালিয়াজুরীতে যেমন অর্থনীতির দ্বার উন্মোচিত হয়েছিল, তেমনি প্রায় শ'খানেক উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রায় ১,২০০ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবছর খালিয়াজুড়ি উপজেলার প্রায় ৩,০০০ একরেরও বেশি ভূমি আবাদের আওতায় এসেছে।
উল্লেখ্য, এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কাজি মো. আবদুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা-কে ব্যক্তি শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১-এ ভূষিত করছেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর ভার্চুয়ালি উপস্থিতিতে জুনাইদ আহম্মেদ পলক এমপি, প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর নিকট হতে জেলা প্রশাসক, নেত্রকোণা “ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার-২০২১” শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সম্মাননা পত্র গ্রহণ করেন।
কেআই//