ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শততম টেস্ট ক্লাবে অ্যাঞ্জেলো ম্যাথুজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার

বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর শ্রীলংকার হয়ে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ নজির গড়লেন ৩৫ বছর বয়সী লঙ্কান এই অলরাউন্ডার। 

রোববার (২৪ জুলাই) থেকে গল-এ শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন ম্যাথুজ। 

২০০৯ সালের জুলাইয়ে এই গল স্টেডিয়ামেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো ম্যাথুজের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। দলের অপরিহার্য সদস্য হয়ে যান ম্যাথুজ।

২০১৩ সালে শ্রীলংকার টেস্ট অধিনায়কত্বও পান ম্যাথুজ। ২০১৭ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনে ৩৪ টেস্টের বিপরীতে ১৩টিতে জয়, ১৫টিতে হার ও ৬টিতে ড্র করেছিল শ্রীলংকা। 

২০১৫ সালের আগস্টে গল-এ ভারতের বিপক্ষে ৫০তম টেস্ট খেলেন ম্যাথুজ। ২০১৪ ও ২০১৫ সালে সবচেয়ে বেশি ১১টি করে টেস্ট খেলেন তিনি। ঘরের মাঠে ৫৭টি, বিদেশের মাটিতে ৩৭টি ও নিরপেক্ষ ভেন্যুতে ৬টি টেস্ট খেলেছেন ম্যাথুজ।

শততম টেস্টের আগে ৯৯ ম্যাচে ৬৮৭৬ রান করেন ম্যাথুজ। ১৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। ব্যাটিং গড় ৪৫ দশমিক ২৩। 

অধিনায়ক হিসেবে ৩৪ ম্যাচের ৬৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২৮০২ রান করেন ম্যাথুজ। 

শ্রীলংকার হয়ে ম্যাথুজের আগে শততম টেস্ট খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস ও সনাথ জয়সুরিয়া।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন ভারতের শচীন টেন্ডুলকার। ২০০টি টেস্ট খেলার বিশ্ব রেকর্ড এই ব্যাটিং জিনিয়াসের দখলে।

এএইচ