ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেশে ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত কমল, ৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 

তাতে এ পর্যন্ত শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫। তাদের মধ্যে মোট ২৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৭ দশমিক ০৪ শতাংশে; যা আগের দিন ১০ দশমিক ১০ শতাংশ ছিল।

২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ২৭০ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হলো ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩। নতুন শনাক্ত ৪৩০ জনের মধ্যে ১৪১ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৮ জেলাতেই এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এসবি/