ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাবিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ। এমসিকিউ পদ্ধতিতে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৩৫৮ জন। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৭ হাজার ৬৮৪ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সবশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিন ইউনিটে কোটা ছাড়া মোট চার হাজার পাঁচটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসাবে প্রতি আসনে লড়াই করবেন ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের প্রথম শিফটে ১৬ হাজার ৮১০ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৬ হাজার ৮০৯ জন করে পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ ভর্তিযুদ্ধ। ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ১৭ হাজার ৭১১, দ্বিতীয় শিফটে ১২ হাজার ৪৩৭ এবং তৃতীয় শিফটে ৮ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এএইচ