ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

রাংগামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য বিভিন্ন কর্মসূচি

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার

রাংগামাটি পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য স্বল্পমুল্যের গৃহ নির্মান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সুবিধা, সুপেয় পানি ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম।
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ক্লাবের জেলা  গভর্নর অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী। এসময় তিনি বলেন, রোটারি বর্ষে এ বছর বনায়ন, গরীব ও দুঃস্থ রোগীদের জন্য চট্টগ্রাম ও সিলেটে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প পরিচালনা, বিনামূল্যে হার্ট অপারেশনসহ আরো বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন রোটারিয়ান জিন্নাহ চৌধুরী, এম এ আওয়াল, মো. আমিরুজ্জামানসহ  ক্লাবের সদস্যরা।