ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জমির বিরোধের জেরে কুপিয়ে একজনকে হত্যা, আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১ এএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে রনি ভূইয়া বাহিনীর হামলায় মো. নুরু খান (৬০) নামের একজন নিহত হয়েছেন। এসময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

সোমবার (২৫ জুলাই) রাত ৭টার দিকে চরকাজল ইউনিয়নের মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রনির বাবা মন্নান ভূইয়ার সাথে নুরু খানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাত ৭টার দিকে মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

এসময় এগিয়ে গেলে নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা হাসপাতাল নেয়ার আগেই ঘটনাস্থলেই মারা যান নুরু খান। আহত তিনজনকে  উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ