ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইসি একা কিছু করতে পারবেনা: সিইসি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৩:২৮ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ভোটে অর্থশক্তির প্রভাব বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এ ক্ষেত্রে ইসি একা কিছু করতে পারবেনা বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচনে ইসি দুর্নীতিতে জড়াবেনা বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন কমিশন ভবনে সকাল সাড়ে ১০টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন গত ২০১৮ সালের মতো নির্বাচন হবে না; সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে; দলগুলোরও উচিত দায়িত্ব নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা।

নিরপেক্ষ সরকারের দাবি, সবার জন্য সমান সুযোগ, সর্বমহলে গ্রহণযোগ্য করতে প্রতিক বরাদ্দ থেকে নির্বাচনের এক সপ্তাহ পর অবধি ম্যাজিস্ট্রেসি ক্ষসতা সহ সেনা মোতায়েন, ব্যালটে ভোট, এজেন্ট উপস্থিতি ভোট গণনা, নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে থাকবে বলেও জানান তিনি। 

নির্বাচনকে বাচিয়ে রাখা না গেলে গনতন্ত্রকে বাচিয়ে রাখা যাবেনা বলেও জানান সিইসি। 

দুপুর ১২টায় বিকল্পধারা বাংলাদেশ, আড়াইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিকেল ৪টায় ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির সঙ্গে সংলাপে বসবে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার (১৭ জুলাই) থেকে এ সংলাপ শুরু হয়েছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত।

এসবি/