ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে: হাইকোর্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
ঋণজালিয়াতি সংক্রান্ত এক মামলায় মঙ্গলবার (২৬) ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিতে এ মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে।’
এভাবে চললে দেশ কীভাবে এগোবে- প্রশ্ন তোলে আদালত।
পরে আসামিদের উদ্দেশে আদালত বলে, “আপনাদের জেলে পাঠাতাম, কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেয়া হলো।”
পরে আদালত আসামিদের আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
চার আসামি জামিন চাইলে আদালত এ আদেশ দেয়।
এএইচএস