ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট চালু হয়েছে। বুধবার ভোর থেকেই শুরু হয়েছে এ ফ্লাইট। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট চালাবে বিমান।

মঙ্গলবার (২৬ জুলাই) বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোর সাড়ে ৩টায় বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করে। ফ্লাইট সরাসরি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও এখন তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি দেবে বলে জানিয়েছে বিমান। সেখানে উড়োজাহাজের জ্বালানি নেওয়া হবে। সে সময় যাত্রীদের উড়োজাহাজেই থাকতে হবে। তবে টরন্টো থেকে ফেরার সময় ফ্লাইটটি সরাসরি ঢাকা আসবে।

ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
এসএ/