ওডেসা বন্দরের কাছে আবার রাশিয়ার মিসাইল হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
আবারও দক্ষিণ ইউক্রেনে একাধিক মিসাইল হামলা চালালো রাশিয়া। রাশিয়াকে আরো একবার 'সন্ত্রাসী' বলে অভিহিত করলেন জেলেনস্কি।
দুইদিন আগেই দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে হামলা চালিয়েছিল রাশিয়ার সেনা। মঙ্গলবার আবারও সেখানে লাগাতার মিসাইল হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনা। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক বিস্ফোরণ হচ্ছে। ভেঙে পড়ছে ভবন।
ইউক্রেনের সেনার দাবি, ঘটনায় দুইটি বেসামরিক ভবনের বিপুল ক্ষতি হয়েছে। আশপাশের অঞ্চলেও বিস্ফোরণের প্রভাব পড়েছে। তবে প্রাণহানির কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। ধ্বংসাবশেষ সরিয়ে তা দেখা গেছে।
ইউক্রেনের সেনা ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি প্রথম প্রকাশ করে। এরপর স্থানীয় প্রশাসন খবরের সত্যতা স্বীকার করে। রাতে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৈনিক ভিডিওবার্তায় ফের মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপরাধ মানুষদের উপর রাশিয়া যে আক্রমণ চালাচ্ছে তা আরো একবার স্পষ্ট হলো। আরো একবার প্রমাণিত হলো, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। এদিন ফের বিশ্বের নেতাদের কাছে জেলেনস্কি আবেদন করেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/