ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বগুড়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার | আপডেট: ০২:১১ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচাতো ভাই আব্দুর রহিম (৩৫)।

বুধবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রহিম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রহিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ নিয়ে ঝগড়া হয় তার চাচাতো ভাই মাসুদের। এক পর্যায় রহিমের পেটে ছুরিকাঘাত করে তারই চাচাতো ভাই মাসুদ। পরে গুরুতর আহত অবস্থায় রহিমকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়৷ 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রহিম মারা যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুনের সঙ্গে জড়িত মাসুদকে গ্রেফতারে অভিযান চলছে।

এএইচ