রাবি’র ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক, ৫ জনের সাজা
রাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪ জনকে এক বছরের এবং এক ভর্তিচ্ছুকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) ভর্তি পরীক্ষার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এসব তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত প্রক্সি শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের ফোকলোর শিক্ষার্থী বায়েজিদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন এবং খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক ডা. সমের রায়।
রাহাত আমিন নামে একজনের হয়ে প্রক্সি দিতে এসেছিলেন সমের রায়। সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়মবহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেওয়ার সময় চারজনকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া একজন ভর্তিচ্ছুকেও এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
এএইচ