ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দক্ষিণ সিরিয়ায় সশস্ত্র সংঘর্ষে নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১৭ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সশস্ত্র বাসিন্দা এবং সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে জোটবদ্ধ গ্যাংদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, "ফালহাউট" নামক একটি গ্রুপের দশজন সরকারি অনুগত এবং সাতজন স্থানীয় যোদ্ধা মঙ্গলবার ও বুধবার দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশের দুটি গ্রামে সংঘঠিত এই লড়াইয়ে মারা গেছে।

এই লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সশস্ত্র গ্রুপের ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে অপহরণের পর সোমবার থেকেই এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায় বলেই জানিয়েছে স্থানীয় মিডিয়া।

এনএস//