বিস্কুট খেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, হাসপাতালে আরও ৬ জন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
যশোরের শার্শায় খোলা বাজারের বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার আরও ৬ ছাত্রকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের নারায়ণপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পর ৭ ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থা অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ্যদের মধ্যে এক ছাত্রকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ বলেন, “বৃহস্পতিবার বিকালে উপজেলার নাভারন বাজারের ফুটপথ থেকে ৫শ’ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শ্যালকসহ সাতজন অসুস্থ্য হয়ে পড়েছে।”
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান জানান, “বিকালে কওমী মাদ্রাসার ৭ ছাত্রকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামে এক ছাত্রের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।”
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, নিহত মাদ্রাসা ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ