ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দুই বছরে নেক্সাস টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে সম্প্রচারে আসা নেক্সাস টেলিভিশন শনিবার (৩০ জুলাই) একবছর পূর্ণ করে দুইয়ে পা রাখলো।

টেলিভিশনটির গুলশান কার্যালয়ে দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন চলছে। 

নেক্সাস টেলিভিশনের সিইও  মোহাম্মদ সানাউল্লাহ কলাকুশলীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

এ সময় অনুষ্ঠানে যোগ দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন।

এসময় তিনি বলেন, নেক্সাস টেলিভিশন জনগনের সাথে সরকারের সেতুবন্ধন করে চলেছে। 

টেলিভিশনটি দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয় তুলে ধরছে নেক্সাস বলে মন্তব্য করেন সচিব।

উল্লেখ্য, ২০২১ সালের (৩০ জুলাই) ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে বাণিজ্যিক সম্প্রচারে আসে নেক্সাস টেলিভিশন। 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ টেলিভিশনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন।

টেলিভিশনটির মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। 

এমএম/