ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

যুক্তরাষ্ট্রে কেণ্টাকিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আটকে পড়াদের খুঁজে বের করতে স্থানীয় সময় শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার দলকে নৌযান ও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। 

ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে কেন্টাকির পূর্বাঞ্চলীয় অ্যাপালেচিয়া এলাকায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর এ্যান্ডি বেশায়ার সতর্ক করে বলেন, ‘দানবের’ মতো ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেশায়ার জানান, এতে প্রাণ হারানো ২৫ জনের মধ্যে ছয় শিশু রয়েছে। এদের চারজনই একই পরিবারের।

বন্যা কবলিত এলাকায় ঘরবাড়ি ছাদে ও এমনকি গাছে উঠে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কেন্টাকি ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার, ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ বোট এবং ছোট আকারের স্বেচ্ছাসেবক জাহাজবহর ব্যবহার করা হচ্ছে।

গভর্নর জানান, বুধবার সন্ধ্যায় বন্যা শুরু হওয়ার পর থেকে নৌযানের সাহায্যে কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে উদ্ধার কাজে ন্যাশনাল গার্ডের অনেক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

গভর্নর বলেন, কেন্টাকিতে এমন আকস্মিক বন্যায় অনেক সড়ক ডুবে যাওয়ায় ‘আমরা এখনো অনেক মানুষকে উদ্ধার করতে পারিনি।’

এছাড়া প্রবল স্রোত থাকায় আটকা পড়াদের অনেককে উদ্ধার করাও নিরাপদ মনে হচ্ছে না।

এনএস//