ফতুল্লায় হোসিয়ারী কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫৮ এএম, ৩১ জুলাই ২০২২ রবিবার
নিহতের স্বজনের আহাজারি
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় মেহেদী হাসান (২১) নামে এক হোসিয়ারী কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম দেওভোগের হাজীর বাগান এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত মেহেদী হাসান ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় শফিকুল ইসলাম বাবুর্চির ছেলে এবং একটি হোসিয়ারী কারখানার শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষশীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মেহেদীকে তার বাড়ির পাশের চায়ের দোকানের সামনে থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জেরে মেহেদীকে পরিকল্পিতভাবে তুলে নিয়া কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে সে তার স্বজনদের কাছে কয়েকজনের নাম জানিয়ে ছিলেন। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান মেহেদীর স্বজনরা।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, মেহেদী নামের ওই যুবকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
হত্যায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে, পাশাপাশি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এনএস//