ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভোলায় বিএনপি-পুলিশ সংর্ঘষে নিহত ১

ভোলা প্রতিনিধি, একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার | আপডেট: ০২:১৬ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রোববার (৩১ জুলাই) সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশ চলার সময় সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। 

সংঘর্ষের সময় সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ঢিল ছোড়া হলে পুলিশও টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় আব্দুর রহিম নামের এক বিএনপি কর্মী নিহত হন বলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানিয়েছেন। 

ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাফিজা কামাল জানিয়েছেন, বিএনপি-পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার। তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।’ 

আরএমএ