ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাবি’র ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৫ শতাংশ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার | আপডেট: ০৯:১৪ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন রোববার ‘সি’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

সোমবার (১ আগস্ট) সকাল ৯টায় ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৫টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। এই ইউনিটের আসন সংখ্যা ৩৮৬। আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৪৮ জন।

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ১ম শিফটের পরীক্ষা শুরু হয়। এবছর ‘সি’ ইউনিটের মোট আসন সংখ্যা ছিল ৪৬৬টি। আবেদনকারীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৩০ জন। সে হিসেবে আসন প্রতি বিপরীতে লড়েছে ১১৫ জন ভর্তিচ্ছু।

প্রথম দিন দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘সুষ্ঠু-স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, সকল কেন্দ্রে নিয়মমাফিক পরীক্ষা পরিচালিত হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছে।’

শিফট পদ্ধতির বৈষম্যের প্রশ্নে তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ইউনিট সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ ইউনিটে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে শিফট পদ্ধতি নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরীক্ষার্থীদের উপস্থিতির হার সম্পর্কে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, প্রথম শিফটে উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ। পরবর্তী শিফটগুলোতে উপস্থিতি কিছুটা কম ছিল। সে হিসেবে গড়ে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছর কোন প্রক্সিচক্র বা জালিয়াত চক্রের খোঁজ পাওয়া যায়নি।

আগামীকাল মঙ্গলবার (২ আগস্ট) ‘এ’ ইউনিটের আওতাধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘এ’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৭৬ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী অংশ নেবেন।

এএইচ