ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই ফল প্রকাশ করা হয়। ৩৮৬টি আসনের বিপরীতে আসনসংখ্যার প্রায় দশগুণ শিক্ষার্থীর পৃথক ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিগত বছরগুলোর মতো এবারও মেধা তালিকায় স্থান করে নেয়ার ক্ষেত্রে শিফটভিত্তিক ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়েছে৷ প্রথম শিফট থেকে মাত্র ৩৪ জন চান্স পেলেও পঞ্চম বা শেষ শিফট থেকে 'বি' ইউনিটে চান্স পেয়েছেন ১৭৫ জন। 

এছাড়া দ্বিতীয় শিফট থেকে চান্স পেয়েছেন ৫৯ জন, তৃতীয় শিফট থেকে ৫১ জন, চতুর্থ শিফটে ৬৭ জন চান্স পেয়েছেন। ১ আগস্টের ভর্তি পরীক্ষায় ৫ শিফটের প্রতি শিফটে প্রায় ৯৬৭০ জন করে অংশগ্রহণ করেন।

শিফট ভিন্ন হলেও প্রশ্নপত্রের মান প্রায় একই রকম। সে হিসেবে পাঁচটি শিফটের প্রতি শিফট থেকে প্রায় ২০% এর কাছাকাছি শিক্ষার্থী চান্স পাওয়ার কথা। কিন্তু এবারের ভর্তি পরীক্ষায় ৫ম শিফট থেকে চান্স পেয়েছে ১৭৫ জন। যা উক্ত ইউনিটে মোট চান্সপ্রাপ্তির ৪৫.৩৪%। অন্যদিকে প্রথম শিফটে চান্স পেয়েছে ৩৪ জন, যা মোট চান্সপ্রাপ্তির মাত্র ৮.৮১%। 

এছাড়া মেধাতালিকার প্রথম দশজনের মধ্যে পাঁচজনই (২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম) শেষ শিফট থেকে চান্স পেয়েছেন।

ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে জাবির ফল দেখা যাবে। এছাড়াও https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। 

উল্লেখ্য, ‘বি ইউনিটভুক্ত ‘সমাজবিজ্ঞান’ ও ‘আইন’ অনুষদের ভর্তি পরীক্ষায় মোট ৩৮৬টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৪৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন। সমাজবিজ্ঞান অনুষদের ডিনের তথ্যমতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

আরএমএ/এএইচ