ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

সড়কবাতির সৌন্দর্য্যে নান্দনিক নগরী রাজশাহী (ভিডিও)

শতরূপা দত্ত

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ১২:৪৯ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

সন্ধ্যা নামলেই দৃষ্টিনন্দন সড়কবাতিতে সেজে ওঠে সব সড়ক। তাতেই আলো ঝলমলে নগরীতে পরিণত হয় রাজশাহী। নান্দনিক সেই সৌন্দর্য্য উপভোগে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরবাসী।

অনেকে মনে করেন, রাজা, সুলতান আর জমিদারশাসিত অঞ্চল হওয়ায় রাজশাহী নামের উৎপত্তি। এখন রাজা বা রাজ্য কোনোটাই নেই। তবুও যেন রাজকীয় সাজে সেজেছে রাজশাহী। 

সড়কবাতির আলোয় পুরোনো রাজশাহী যেন নতুনরূপে ধরা দিয়েছে নগরবাসীর কাছে। রাতের সড়কগুলো তাই পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রে।

আরও আধুনিক ও সৌন্দর্যের নগরী গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে বলে জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন,‘‘ এরকম আরও চারটি সড়কে এর চেয়ে আরও দৃষ্টিনন্দন বিদ্যুৎ বাতি বসানো হবে।’’

আলোর নগরীতে পরিণত হওয়ায় রাতে কমেছে অপরাধ, প্রায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও। 

এমএম/