ভোলায় সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ভোলায় পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।
বুধবার (৩ আগস্ট) দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে নুরে আলম মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান।
গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৫ রাউন্ড টিআর সেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে।
এ সময়ে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম। এছাড়া ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
আহত নুরে আলমকে প্রথমে ভোলা সদর হাসপাতাল নেওয়া হয়। পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে এবং ওই দিনই ঢাকায় নেওয়া হয়।
রাজধানীর কমফোর্ট হাসপাতালে ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দুপুরে নুরে আলম মারা যান।
এদিকে, পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের নামে পৃথক দুটি মামলা করে। বুধবার পর্যন্ত ওই মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এএইচ