ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ ফোন একাডেমির উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ ফোন একাডেমি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে গ্রামীণ ফোন একাডেমির উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। এতে বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ।

ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. এ.কে.এম বাকি, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. এ. কে.এম ইহতেসানুল ইসলাম, ইইই বিভাগের শিক্ষার্থীরা ও গ্রামীণফোনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ফোন একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে পেশ করা হয়, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে পারে। 
কেআই//